নাইক্ষ্যংছড়িতে অস্ত্র’সহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার




Article by Md Nazmul

Contact : imdnazmul0916@gmail.com


নিজস্ব প্রতিবেদক


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে র‍্যাব-১৫। এসময় অস্ত্র পাচারে জড়িত থাকায় ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।




অভিযানে কুতুপালং ১ নং ক্যাম্পের ব্লক– এ/৩ এর আশুক জামানের ছেলে মোঃ নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা ১৩নং ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) কে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৭ জানুয়ারী) ভোরে এ অভিযান চালানো হয়।




র‍্যাব -১৫ এর মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, কুতুপালং পাশ্ববর্তী ঘুমধুমের রাবার বাগানের পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালানো হয়।এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

Nazmul Hassan

Hey, Iam Nazmul,iam the CFO of ELEGANT CYBER SECURITY AGENCY and Senior Administrative officer at CYBER DEFENCE SQUAD

Post a Comment

Previous Post Next Post

Contact Form